খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

প‌নের দিনের মধ্যে খুলনায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫দিনের মধ্যে ৬৮টি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হবে। শনিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী সাংগঠনিক সভাটি সঞ্চালনা করেন।

সভায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় আগামী ১০দিনের মধ্যে কর্মীসভার তারিখ ঘোষণা, কর্মীসভার পরে আহবায়ক কমিটি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় বলা হয়, ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে সম্মেলনের মধ্যদিয়ে সকল উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সাংগঠনিক সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, এম সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়বুর রহমান, এসএম শামীম কবীর, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু ও এনামুল হক সজল, সদস্য ডা গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, এ্যাড. আবদুস সাত্তার, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, একেএম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আজগর আলী, মোঃ হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ ইকবাল শরীফ, আরিফুর রহমান, সেলিম সরদার, রবিউল হোসেন, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সাইদুজ্জামান খান, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটু, শেখ আবুল বাশার, নুরুল আমিন বাবুল, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আবদুল হালিম, দিদারুল হোসেন, হেলাল উদ্দিন, জাফরী নেওয়াজ চন্দন ও শামসুল বারিক পান্না প্রমুখ। সভায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনসহ অসুস্থ্য সকল নেতাকর্মীর আশু সুস্থ্যতা কামনা করেন নেতৃবৃন্দ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ: উপকূলের দিকে এগিয়ে আসছে; এর তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় উপকূলবাসী। ফলে খুলনা জেলা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক অবস্থায় থেকে ঝূঁকিপূর্ণ এলাকার জনগনের পাশে থাকার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!