পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের ভবিষ্যৎ সূচি প্রকাশ করেছে। এর মধ্যে আগামী ২০২১ সালের নভেম্বরে দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। আজ বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সূচি প্রকাশ করে।
বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ সূচি প্রকাশ করেছে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশীপে পাকিস্তানের হোমে বাংলাদেশের একটি টেস্ট বাকি রয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিন পর পাকিস্তান সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। দুই ধাপের সফরের প্রথম ধাপে একটি টেস্ট ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। মাঝে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ শেষ করে আবারও পাকিস্তানে যাওয়ার কথা ছিলো। তবে করোনার কারণে সে সফর স্থগিত হয়ে যায়। আগামী বছরের শুরুতে যে কোন সময় পাকিস্তান সিরিজের বাকি অংশ খেলতে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ২৪ মাসের ভবিষ্যৎ সূচি অনুযায়ী দুটি এশিয়া কাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। সেই সঙ্গে ১০টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা। এই দুই বছরে তারা ঘরের মাঠে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।
এ ছাড়া এই সময়ের মধ্যে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান। সামনের এই ব্যস্ত সূচিকে সামনে রেখে পিসিবির প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন মিসবাহ উল হক।
যদিও চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাবেন মিসবাহ। এরপর ডিসেম্বরের শুরু থেকে পিসিবি নতুন নির্বাচকের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবে।
খুলনা গেজেট/এএমআর