খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

আগামী বছরও বিপিএল খেলতে চান মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরেও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবারের আসরে খেললেও পুরোপুরি ফিট নন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। এর পরও তাকে দিয়ে ম্যাচ খেলানোর কারণে নানান তর্কবিতর্ক রয়েছে।

তবে পা ঠিক থাকলে আগামী বছরও বিপিএল খেলতে চান মাশরাফি। ভবিষ্যতের প্রশ্নে তিনি বলছেন, মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না। চোট নিয়ে খেলতে নামায় সমালোচনার জেরে সিলেট অধিনায়কের উত্তর— ক্যারিয়ারে কখনই পাল্টা আক্রমণ করেননি তিনি।

শুক্রবার কুমিল্লার বিপক্ষে বড় হারের পর সিলেটে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ম্যাশ।

বিপিএলের এবারের আসরে ধুঁকছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠেও জয়ে ফেরার গান শোনাতে পারেনি মাশরাফির দল। কি আছে সিলেটের ভাগ্যে? সেই প্রশ্নের পাশাপাশি প্রশ্ন উঠছে মাশরাফির পারফরম্যান্স নিয়েও।

এখন পর্যন্ত সিলেটের হয়ে খেলা তিন ম্যাচের দুটিতে হাত ঘুরিয়েছেন ম্যাশ। পেয়েছেন ১ উইকেট। ব্যাট হাতেও দুই ইনিংসে নেমে রান করেছেন মাত্র ৬। মাঠে মাশরাফির উপস্থিতি দলকে উজ্জীবিত করছে ঠিকই, তবে নিজে কতটা স্বাচ্ছন্দ্যে আছেন ভালোবাসার বাইশ গজে, সেটাও একটা প্রশ্ন।

আগামী বছর বিপিএলে তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে জানালেন খেলবেন পা ঠিক থাকলে। বলেন, হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তা হলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব।

পায়ের চোটের সঙ্গে মাশরাফির লড়াইটা পুরনো। তবে সেই চোটের বিপরীতে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন নিতান্তই ভালোবাসার খাতিরে। কিন্তু ব্যাট-বলের লড়াইটা কতটা উপভোগ করতে দিচ্ছে পায়ের চোট? এমন প্রশ্নের উত্তরে ম্যাশ জানালেন নিজের ভবিষ্যৎ নিয়ে এত আলোচনা হোক তা চান না তিনি।

পরামর্শ দিলেন তাকে নিয়ে চিন্তা না করতে। বললেন, তিনি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না। তাই বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে তাদের নিয়ে ভাববার পরামর্শ দেন ম্যাশ।

এ সময় তিনি বলেন, মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। আর সেগুলোই মানুষকে জানাতে হবে।

চোট নিয়ে মাশরাফির এভাবে খেলে যাওয়াটা ভালোভাবে দেখছেন না অনেকেই। সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল তো বলেই দিয়েছেন, ম্যাশের এভাবে খেলে যাওয়া বিপিএলকেই ছোট করছে। জবাবটা কুমিল্লার বিপক্ষে বল হাতে কিছুটা অবশ্য দিয়েছেন সিলেট অধিনায়ক। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও, খরচ করেছেন মাত্র ১৯ রান। ভালো ও খারাপ সময়কে সঙ্গে নিয়েই এগোতে হয় ক্রিকেটারদের। তাই মাঠের বাইরের সমালোচনায় কান না দিয়ে মাশরাফি মনোযোগ দিতে চান ক্রিকেটে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!