আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা সত্যি আগামী চার মাস সরকারের জন্য খুব চ্যালেঞ্জিং। রাজনীতিতে এমন চ্যালেঞ্জ থাকেই।
আজ রোববার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সব চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি সরকারের আছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, বিদেশিরা আমাদের নির্বাচন নিয়ে মাথা ঘামানোর সুযোগ পায় বিএনপির কারণে। বিদেশিদের কাছে বিএনপি ধরনা দেয় দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। আর আওয়ামী লীগ নেতারা যায় বিদেশিদের দাওয়াতে। আমরা ধরনা দিতে কখনোই যাইনি।
ওবায়দুল কাদের আরও বলেন, জিও পলিটিক্সের জন্য বাংলাদেশের নির্বাচনে ভারতসহ অনেক দেশের ভূমিকা আছে। তবে আমাদের দেশের নির্বাচন নিয়ে এসব দেশের মাথাব্যথা বেশি দেখাচ্ছে, যেটা অন্য দেশে দেখায় না। আমাদের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। ভারত, যুক্তরাষ্ট্র, ইইউ কোনো দেশই বলছে না তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে। বিএনপির চাওয়ার সাথে তারা একমত হয়ে আমাদেরকে কখনও কিছু বলেনি।
খুলনা গেজেট/এনএম