খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

আগরতলাস্থ বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর: বশেমুরবিপ্রবিতে প্রতিবাদী মিছিল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

ইসকন নিষিদ্ধ ও ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এসময় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে তুলেন ক্যাম্পাস, ‘ইসকন সব জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের আগ্রাসন মানি না, মানবো না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’।

শিক্ষার্থীরা জানান, আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড মেনে নেব না। আগরতলায় তারা যে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয়। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।

মিছিলে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, ভারত সরকার দ্রুত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”

শিক্ষার্থীরা আরো বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও শিক্ষার্থীরা জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে উগ্রবাদীরা যে ধর্মেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া যাবে না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!