বিশিষ্ট ব্যবসায়ী, আকাংখা গ্রুপের চেয়ারম্যান ও কেসিসি’র সাবেক কাউন্সিলর আলহাজ্ব শেখ মজনু’র (৬৪) জানাজা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্র জানায়, সোমবার বেলা ১০টায় নগরীর দৌলতপুর থানার দেয়ানা দক্ষিণ পাড়া স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আড়ংঘাটা থানার সানতলা এলাকার মদিনাতুল উলুম মোহাম্মদিয়া কওমী মাদ্রাসায় দাফন সম্পন্ন হবে। মরহুমের লাশ রাজধানী থেকে সড়কপথে খুলনায় আনা হচ্ছে।
জানা যায়, চলতি মাসের শুরুতে আলহাজ্ব শেখ মজনু অসুস্থ হয়ে পড়েন। এরপর খুলনার একটি বেসরকারী ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গত ৭ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তোকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, নগরীর দৌলতপুর থানার দেয়ানা গ্রামের কৃতি সন্তান এবং কেসিসি’র ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। এছাড়া তিনি আকাংখা গ্রুপ ও মাহবুব ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান।
কেসিসি’র শোক :
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক কমিশনার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ মজনু’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র তালুকদার আব্দুল খালেক। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অনুরূপ শোক জানিয়েছেন, কেসিসি’র প্যানেল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ।
খুলনা গেজেট / এনআইআর