খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

আওয়ামী লীগ দেশ গড়ার কারিগর : কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র  তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের মানুষের আস্থা ও ভরসার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালির স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ দেশ গড়ারও কারিগর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে উন্নয়নের সূচনা করেন। তবে তাঁর সেই উন্নয়ন বিপ্লবের স্বপ্ন পূরণ করতে দেয়নি পরাজিত এদেশীয় পাকিস্তানের দোসররা। দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হতে হয়।
তিনি আরো বলেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার যে কাজ করে যাচ্ছে, এমন কর্মযজ্ঞ এত স্বল্প সময়ে আর কোনো সরকার করতে পারেনি। সরকারের ঈর্ষণীয় সাফল্যে প্রতিহিংসাপরায়ণ হয়ে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রের জাল পাতার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মীরা ষড়যন্ত্রকারীদের এই অপচেষ্টা ঐক্যবদ্ধ শক্তিতে প্রতিহত করবে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নগরীর একটি অভিজাত হোটেলে সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক রোকন উদ্দিন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. মফিদুল ইসলাম টুটুল, আজগর আলী মিন্টু, অধ্যা. রুনু ইকবাল বিথার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক রোকন উদ্দিনের ছেলে এস এম রফিউদ্দিন আহমেদ রফিক, মো. জলিল তালুকদার, এ্যাড. তারিক মাহমুদ তারা, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, ওহিদুল ইসলাম পলাশ, যুব নেতা মো. তাজুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদের, একাত্তরের বীর শহীদদের এবং জাতীয় চার নেতা সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ আবু নাসের, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু- এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!