খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে বেশি করছে দুর্নীতি: জাপা মহাসচিব

গেজেট ডেস্ক

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করছে। আওয়ামী লীগের আমলেই দেশ থেকে বেশি টাকা পাচার হয়েছে। আর দেশকে চার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ণ করেছে বিএনপি। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কথা এখনও ভোলেনি দেশের মানুষ। আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর রাষ্ট্র
ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে চায়।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুন্নু এ কথা বলেন।

জাতীয় পার্টির নির্বাহী সদস্য মোখলেছুর রহমান বস্তু ব্যক্তিগতভাবে মহাসচিবের জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করেন। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। এসময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রিয় মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

জন্মদিনের আয়োজনে মজিবুল হক চুন্নু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেবেন তাদের ভবিষ্যত ভালো হবে না।’

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে চুন্নু বলেন, ‘এরশাদের রাজনৈতিক উত্তরসূরী হচ্ছেন তাঁর ভাই গোলাম মোহাম্মদ কাদের। দেশ-বিদেশে এটাই প্রতিষ্ঠিত জি এম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে সাফল্যের শেখরে নিয়ে যাবেন।’

জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার, হেনা খান পন্নী, অ্যাডভোকেট লাকী বেগম, অ্যাডভোকেট জহিরুল হক জহির, খান মোহাম্মদ ইস্রাফিল খোকন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মমতাজ উদদীন, মো. খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট জিন্নাহ, সাবেক সংসদ সদস্য কাজী ফারুক খান, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রমুখ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!