খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

আওয়ামী লীগের সরকার এখন আইসিইউতে: রিজভী

গেজেট ডেস্ক 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এখন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কিছু করার নেই। অন্তিম অবস্থায় তার সরকার। এই আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে।’

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিপূর্ব সমাবেশে রিজভী এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার ক্রসফায়ারের মাধ্যমে জনির মতো আমাদের অনেক তরুণ নেতা-কর্মীকে হত্যা করেছে। ব্যাংক লুট করেছে, রিজার্ভ চুরি করেছে। কোনোটাই বাদ রাখেনি, ছাত্রলীগ-যুবলীগ সব অপকর্মই করেছে। শুধু তাই নয়, মহিলা লীগের একজন নেত্রী মানিকগঞ্জে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।’

রিজভী বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে। তাই তারা এখন উল্টাপাল্টা বলতে গিয়ে ড. ইউনূসের মতো যিনি আন্তর্জাতিকভাবে সম্মান বয়ে নিয়ে এসেছেন, যিনি বাংলাদেশকে বিশ্বে উজ্জ্বল করেছেন- তার বিরুদ্ধে তারা এখন চুরির মামলা দিচ্ছে।

‘সরকারের আশপাশের সব মন্ত্রী-এমপি চোর। গরু চুরি থেকে শুরু করে তেল চুরি, ব্যাংক চুরি, লাখ লাখ কোটি টাকা চুরি। সব জায়গায় চোরে ভর্তি আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘৪৫ বছর পার করেছে বিএনপি। সরকারের এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেও আজকের একদিনের ঘোষণায় যে জনতার ঢেউ নেমেছে- এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন। এই ঢল অব্যাহত আছে। আজকে ছাত্রলীগের একটি সমাবেশ আছে, সারা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে লোক এনেছে।’

দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য, ত্যাগ স্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমাদের চূড়ান্ত আঘাত এই অবৈধ সরকারের বিরুদ্ধে আনতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!