ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে শশাঙ্ক মনোহরের পদত্যাগের ২ মাস ১৮ দিন হলেও এই পদে নতুন কাউকে এখনও নিয়োগ দিতে দেয়া হয়নি। এমনকি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সেটাও ঠিক করতে পারেনি আইসিসি।
অন্তর্র্বতীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান খাজা। তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। অনেকেই মনে করেন, এখনই আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের প্রতিনীধির হাতে আইসিসির দায়িত্ব বুঝিয়ে দেয়া উচিত। যদিও আইসিসির এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সেই মুখপাত্র বলেছেন, ‘সভাপতি নির্বাচন প্রক্রিয়া এখনও চলমান আছে এবং বোর্ড বিষয়টি প্রত্যাশা অনুযায়ী যথাযথ এবং যতœ সহকারে বিবেচনা করছে। বৈশ্বিক মহামারীর মধ্যেও আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালাচ্ছি এই বিষয়টির সমাধানের জন্য।’
নতুন সভাপতি নির্বাচনের আগে খাজাই আইসিসির সভাপতির দায়িত্বে থাকবেন। এমনটাই জানিয়েছেন আইসিসির সেই মুখপাত্র, ‘(আইসিসি) বোর্ড নতুন চেয়ারম্যান নির্বাচন করার প্রক্রিয়াটি শেষ করতে আগ্রহী এবং আইসিসির সংবিধানের সাথে সঙ্গতি রেখে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ সভাপতি এই দায়িত্ব পালন করবেন।’
করোনা পরিস্থতির মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার জন্য পূর্ণ সদস্য দেশগুলোর মতামত নেয়া হবে বলে জানিয়েছে আইসিসির সেই মুখপাত্র। তিনি বলেন, ‘বিষয়গুলি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আইসিসির ১২ জন পূর্ণ সদস্য এবং বিশেষত ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ঠিক করতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কিভাবে চলবে।’
খুলনা গেজেট/এএমআর