ওয়ানডে সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এরপর দুদল একটি টেস্টও খেলবে। এই সিরিজ দুটির মাঝে ভারতে আইপিএল শুরু হবে। যেই আসরে আবার বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান খেলার সুযোগ পেয়েছেন। তবে ঘরের মাঠের সিরিজের মাঝে এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সঙ্গে সুর মেলালেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি সাফ জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।
আগামী শুক্রবার আইপিএলের নতুন মৌসুম শুরু হবে।যেখানে সাকিব-লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিট্যালস ধরে রেখেছে মোস্তাফিজকে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ আগেই বলেছিলেন, দেশের খেলা থাকলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য ছাড়া হবে না কোনো ক্রিকেটারকে। নিলামের আগে আইপিএল কর্তৃপক্ষকেও বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের খেলা কখন কোন সময়ে আছে। সেটা জেনেই তারা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েছেন।
মোস্তাফিজ অবশ্য বিসিবির টেস্ট দলের চুক্তিতে নেই। লাল বলের ক্রিকেটে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আইপিএল দলে যোগ দিতে পারবেন আগেই। আলোচনাটা মূলত সাকিব-লিটনের ছাড়পত্র নিয়ে।
এই প্রসঙ্গ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও উঠল। যেখানে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, বোর্ডের সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল কি না। প্রশ্নের জবাব অবশ্য সরাসরি না দিয়ে হাথুরু সমর্থন জানান বোর্ডের সিদ্ধান্তে।
হাথুরুসিংহে বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত হলো, দেশের হয়ে আগে খেলতে হবে। তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে বোর্ড তাদেরকে এই বার্তাই দিয়েছে, এমনকি নিলামে তাদের নাম তোলার আগেও। সেটি আগের মতোই আছে।’
ক্রিকেট বিশ্বের বর্তমান বাস্তবতায় আইপিএল এখন পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। এটির প্রভাব এতটাই যে, বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলো আইপিএলের সময় সাধারণত কোনো সিরিজ রাখে না এখন। খেলা রাখলেও আইপিএলের জন্য ক্রিকেটারদের ছেড়ে দেয় তারা।
আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ। ‘হ্যাঁ… আইপিএল খেললে তাদের (ক্রিকেটারদের) স্কিলের উন্নতি হয়, এটা নিশ্চিত। এটা নিয়ে সন্দেহ নেই, কারণ এটা শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সব কিছুর আগে প্রাধান্য পাবে নিজ দেশের হয়ে খেলা।’
খুলনা গেজেট/এনএম