ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) চলতি আসর ছাড়লেন তিন অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। ব্যক্তিগত কারণে নিজেদের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তারা। অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর হয়ে খেলছিলেন। অ্যান্ড্রু টাই ছিলেন মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের স্কোয়াডে।
করোনাভাইরাসের কারণে দর্শকবিহীন মাঠে চলছে এবারের আইপিএল। করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭৩ লাখ ছয় হাজার ৩০০ জন এবং মারা গেছে এক লাখ ৯৫ হাজার ১১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জন এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন।
এই মহামারিতে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ছেড়ে পরিবারের সদস্যদের কাছে ছুটে গেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দেশে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত কারণ দেখালেও, ধারণা করা হচ্ছে করোনার কারণেই ভারত ছেড়েছেন কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। এদের আগেই ভারত ছেড়েছেন রাজস্থান রয়্যালসের পেসার অ্যান্ড্রু টাই।
খুলনা গেজেট/এনএম