খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

আইপিএল আমার দেশের চেয়ে বড় না: মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ এসেছিলো বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানের সামনে। তবে শ্রীলঙ্কা সিরিজের কারণে বিসিবি তাকে খেলার অনুমতি দেয়নি। আইপিএলে খেলতে না পারলেও কোন আক্ষেপ নেই এই তরুণ পেসারের। তার কাছে দেশের হয়ে খেলতে পারাটাই বড় গর্বের। নিজের জন্মদিনে গনমাধ্যমের সাথে আলোচনায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের পোসার মোস্তাফিজুর রহমান বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতেই বেশি পছন্দ করেন। দেশের হয়ে খেলাটাই তার কাছে অনেক বেশি সম্মানের।

আইপিএলের চলতি আসরের দুটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন মোস্তাফিজ। কোভিড-১৯ আতঙ্কের মধ্যেই দুবাইয়ে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আইপিএলের নিলামে কাটার মাস্টার অবিক্রিত থেকে গেলেও পরে কোভিড-১৯ এর কারণে টুর্নামেন্ট থেকে সরে যায় বেশ কিছু তারকা ক্রিকেটার। ফলে বাংলাদেশি এই ফাস্ট বোলারের দিকে ঝুঁকে পড়ে কয়েকটি ক্লাব।

কিন্তু মোস্তাফিজকে ছাড়পত্র দিতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খানের মতে, কাকতালীয়ভাবে বাংলাদেশ দলের শ্রীলংকা সফরের সঙ্গে মিলে গেছে আইপিএল। সফরকালে স্বাগতিক শ্রীলংকার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। বিগত কয়েক বছর মোস্তাফিজ লাল বলের নিয়মিত খেলোয়াড় না হলেও তার মতে টেস্ট পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাকে রাখা হয়েছে।

‘দ্য ফিজ’ নামে পরিচিতি পাওয়া এই ‘কাটার মাস্টার’ অবশ্য মোটা অঙ্কের হাতছানির লোভ সংবরণ করে বলেছেন, ছাড়পত্র না পাওয়াতে তার কোনো আক্ষেপ নেই। কারণ তিনি নিজেও আইপিএলের চেয়ে বাংলাদেশের হয়ে খেলতে বেশি পছন্দ করেন। তিনি রবিবার সাংবাদিকদের বলেন, ‘আইপিএল আমার দেশের চেয়ে বড় নয়। সুতরাং, ছাড়পত্র না পাওয়ায় আমার কোনো সমস্যা নেই। এটি নিয়ে আমার কোনো আক্ষেপও নেই।’

অবশ্য আইপিএলের কোন দুটি ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজকে প্রস্তাব দিয়েছিল তার নাম জানাননি। বরং তার ছাড়পত্রের জন্য বিসিবির সঙ্গে যোগাযোগ করার কথা তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি বিসিবির সঙ্গে যোগাযোগ করতে। কারণ, জানি কাকতালীয়ভাবে শ্রীলংকা সফরের সময় আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার কাছে এই মুহূর্তে শ্রীলংকা সফর বেশি গুরুত্বপূর্ণ।’

২৫ বছর বয়সী এই ক্রিকেটার মনে করেন, টেস্ট দলে প্রত্যাবর্তন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নিজের ২৫তম জন্মদিনে বন্ধু ও পরিবারের সদস্যদের কাছ থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন বলেও জানান ফিজ। তিনি বলেন, ‘ক্রিকেটার, বন্ধু ও ভক্তদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ।’

এদিকে তিনজন সাপোর্টিং স্টাফের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় কয়েকদিনের জন্য স্থগিত করা হয়েছে একক অনুশীলন। ‘কাটার মাস্টার’ বলেন, ‘এতে কিছুটা খারাপ লাগলেও বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি ১২ দিন অনুশীলন করেছি, মনে হচ্ছে পুরোনা ছন্দ ফিরে পেয়েছি।’

তার মতে কোনো বোলারের অবস্থা মুল্যায়নের জন্য ম্যাচ খেলার বিকল্প নেই। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেট খেলা। আমাদের বোলিংয়ের উন্নতি ও ছন্দ খুঁজে পাবার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি ম্যাচ খেলার জন্য উদগ্রীব হয়ে আছি।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!