খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য সামগ্রীর প্যাকেটে অগ্রিম মেয়াদের সিল ব্যবহারের দায়ে আল-মদিনা বেকারীর বিভিন্ন খাদ্য পণ্য সামগ্রী বিনষ্ট করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ উপজেলার গদাইপুর বাজারস্থ আল-মদিনা বেকারীতে উক্ত অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেটে অগ্রিম মেয়াদের সিল ব্যবহার করায় রুটি, কেকসহ বিভিন্ন খাদ্য পন্য বিনষ্ট করা হয়।
এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ইউপি সদস্য আনিসুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট /এমএম