খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার অটোমেটিক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি বঙ্গজ লিমিটেডে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পুরোনো ও নোংরা পাউরুটি দিয়ে নতুন পাউরুটি তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল সেনাবাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা গেছে, বঙ্গজ লিমিটেড প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরি করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজ, ছাপা কাগজ, কার্টন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। অপরিচ্ছন্ন ও নোংরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরির কাঁচামাল। পুরাতন ও নোংরা পাউরুটি ও ভাঙা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নেই কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী কেমিস্ট। এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, পূর্বে সতর্ক করা শর্তেও আবারো একই অনিয়মের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পুনরায় তাদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন ।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!