খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

অস্ত্রের মুখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর এলকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ভাইজোড়া গ্রামের ব্যবসায়ী এসএম মাহবুব রুমির বাড়িতে হানা দেয় ৭-৮ জনের একটি ডাকাত দল। তারা কৌশলে ঘরে ঢুকে সকলকে ধারালো অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মাহবুব রুমি বলেন, মধ্যরাতে বাড়ি ফিরে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত কৌশলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে বেঁধে সবকিছু তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শওকত হোসেন বলেন, ডাকাতির অভিযোগ অবিশ্বাস্য। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!