একমাত্র আইসিসি-র প্রতিযোগিতা ছাড়া একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায় না ভারত-পাকিস্তানকে। শেষ বার দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে।
ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখতে শুধু দু’দেশের সমর্থকরা নন, উৎসাহিত অস্ট্রেলিয়াও। এতটাই যে তাদের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার প্রস্তাবও দিতে পারে তারা। সম্প্রতি বোর্ড প্রধান নিক হকলি এ কথা বলেছেন।
একমাত্র আইসিসি-র প্রতিযোগিতা ছাড়া একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায় না ভারত-পাকিস্তানকে। শেষ বার দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে। ভারতের মাটিতে এক দিনের সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। তবে গত জানুয়ারিতে পাক বোর্ডের প্রধান রামিজ রাজা এক অভিনব প্রস্তাব দেন। জানান, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে মিলিয়ে চারদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। সেখানে প্রতিটি দেশই পালা করে এই প্রতিযোগিতা আয়োজন করবে।
হকলি বৃহস্পতিবার করাচিতে জানিয়েছেন, তিনি এ ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা করেননি। তবে ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তারা আগ্রহী। বলেছেন, “ব্যক্তিগত ভাবে, ত্রিদেশীয় সিরিজ আমার ভাল লাগে। আগেও ভাল জনপ্রিয়তা পেয়েছে। আমরা ম্যাচ আয়োজন করতেই পারি। অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয় এবং পাকিস্তানি রয়েছেন। এ ধরনের ম্যাচ প্রত্যেকে দেখতে চান। যদি সেই ম্যাচ দেখানোর সুযোগ আমাদের কাছে আসে তা হলে ভালই হবে।”
তবে এই মুহূর্তে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা কঠিন। ২০২৩ পর্যন্ত আইসিসি-র সূচি তৈরি রয়েছে। তাতে বদল ঘটানো যাবে। তবে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
খুলনা গেজেট/কেএ