খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

অস্ট্রেলিয়ায় বন্যা : ডুবেছে বিমান, রাস্তায় সাঁতার কাটছে কুমির

গেজেট ডেস্ক

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, কুইন্সল্যান্ডের ইতিহাসে এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় জাসপার অস্ট্রেলিয়ায় আঘাত হানে। ঘূর্ণিঝড় জাসপারের কারণে সৃষ্টি ভারী বৃষ্টিপাতে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে উত্তর কুইন্সল্যান্ড অঞ্চলে এক বছরের সমান বৃষ্টি হয়েছে।

পর্যটন এলাকা হিসেবে পরিচিত কেয়ার্নস শহরে দুই মিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে প্রায় দেড় লাখ মানুষের এই শহরের রাস্তাঘাট, মহাসড়ক তলিয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিবিসির ভিডিও ফুটেজে দেখা যায়, কেয়ার্নস শহরের বিমানবন্দরে পার্ক করে রাখা উড়োজাহাজগুলো পানিতে তলিয়ে গেছে। ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। শহরের মাঝখানে কুমির সাঁতার কাটছে। মানুষ নৌকায় করে নিরাপদে সরে যাচ্ছেন। তবে ভয়াবহ এই বন্যায় এখনো কোনো হতাহতের খবর আসেনি।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস এবিসি নিউজকে বলেছেন, এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় তিনি কখনো দেখেননি। তিনি বলেন, কেয়ার্ন শহরের প্রান্তিক পর্যায়ের মানুষের সঙ্গে আমি আলাপ করেছি। তারা বলেছেন যে তারাও এ রকম কিছু আগে দেখেননি।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী আরও জানান, তাদের কাছে থাকা সব নৌকায় করে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার করছেন। বিশেষ করে নিজের চেষ্টায় যারা পানিবন্দি অবস্থা থেকে বের হয়ে আসতে পারছেন না তাদের এসব নৌকায় উদ্ধার করা হবে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!