অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি লাইট প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটিতে থাকা আরোহী তিন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দেশটির পুলিশ এতথ্য জানায়। খবর রয়টার্সের
জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে প্লেনটি এমসিকিনলে শহরের কাছে বিধ্বস্ত হয়। যেটি রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
প্লেনে করে ফায়ারফাইটাররা কুইন্সল্যান্ডে আগুন নেভানোর জন্য যাচ্ছিলেন। যেখানে ব্যাপক অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর এবং অনেক বাসিন্দাদের ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্লেন দুর্ঘটনা তিন ফায়ারফাইটার নিহত হয়েছে।
প্লেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস। একই সঙ্গে তিনি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
খুলনা গেজেট/এনএম