অস্ট্রেলিয়ার বোলিং তোপে শেষমুহুর্তে চাপে পড়ে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।
শট খেলতে মরিয়া মেহেদী হাসান সফল হলেন, তবে ১৬ বলে ২৩ রানেই থামতে হল তাঁকে। অবশ্য তাঁর ক্যামিওতেই একশ পেরিয়েছে বাংলাদেশ। ২ বল বাকী থাকতে আউট হয়েছেন এ ডানহাতি, অ্যান্ড্রু টাইয়ের বলে ক্যাচ দিয়ে।
অ্যাস্টন অ্যাগারের করা ষোলোতম ওভারের প্রথম বলে ফুল টস পেয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে গ্যালারিতে আছড়ে ফেলেন। দুই বল পরে স্ট্যাম্প টু স্ট্যাম্প বলে হাঁটুগেড়ে স্লগ সুইপ খেলতে চেয়েছিলেন। ব্যাটে বলে এক হয়নি; ১৭ বলে ২১ করে হ্যানরিকসের হাতে ধরা পড়েন মিডউইকেটে। এরপর ফিরলেন শামীমও। অ্যান্ড্রু টাইয়ের বলটা থেমে গিয়েছিল একটু ক্রিজে পড়ে। চেক শট খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সেটিতেই সহজ ক্যাচে পরিণত হয়েছেন শামীম।
এরআগে একে একে তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান মিচেল সোয়েপসন। মাহমুদউল্লাহ-সোহানের জোড়া উইকেট নেওয়ার পর আউট করেন ক্রিজে থিতু হওয়া মোহাম্মদ নাঈমকে। সোয়েপসনের কুইকারে স্লগ সুইপ খেলতে চেয়েছিলেন নাঈম; কিন্তু বল ভাসান হাওয়ায়। ম্যাথু ওয়েড তালুবন্দি করেন। ৩৬ বলে ২টি চারে ২৮ রান করেন নাঈম। ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন সোয়েপসন।
এগারোতম ওভারের শেষ বলে ক্রিজে এসেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন নুরুল হাসান সোহান। টার্ন করা বলে সোহানের পায়ে লাগে; আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ সোহানের বিপক্ষে যায়। ০ রানে আউট সোহান। ৪৮ থেকে ৫১; তিন রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
দলীয় ৪৮ রানে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাকিব। ২৬ বলে ১ চারে ১৫ রান করে সাজঘরে ফেরেন সাকিব। পরের ওভারেই ক্রিজে এসে ০ রানে ফেরেন মাহমুদউল্লাহ। এই সিরিজে মাহমুদউল্লাহর দ্বিতীয় শূন্য। মাহমুদউল্লাহ রিভিউ করেননি। তবে নুরুলের উইকেটটি অস্ট্রেলিয়া পেয়েছে রিভিউ নিয়ে। মিচেল সোয়েপসনের পরপর দুই বলে এলবিডব্লু হলেন মাহমুদউল্লাহ ও নুরুল। ব্যাকফুটে গিয়ে ভুল করেছেন নুরুল, আম্পায়ার গাজী সোহেল আউট না দিলেও রিভিউয়ে সফল হয়েছে অস্ট্রেলিয়া। ১১ ওভার শেষে ৫১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
সিরিজের শুরু থেকেই ওপেনিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে সৌম্য সরকার। গেল তিন ম্যাচে শুরুতেই খুইয়েছেন তার উইকেট। আজও তার ব্যতীক্রম হয়নি। দলীয় ২৪ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন বাহাতি এ বাংলাদেশের ব্যাটসম্যান। এদিন তিনি ১০ বলে ৮ রান করেন।
আজ টার্নারকে একটা ছয় মারলেন ঠিকই, তবে টিকলেন না এরপর বেশীক্ষণ। জশ হ্যাজলউডের শর্ট অফ আ লেংথের বলে পুল করতে গিয়ে খাড়া ওপরের দিকে ক্যাচ তোলেন বাংলাদেশ ওপেনার। অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন।
সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজের জয়ের পর এবার অজিদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। যেখানে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে টস ভাগ্য থাকল মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। আগের ম্যাচের একাদশটা ঠিক রেখেই দল গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হেইজেলউড।