খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ

ক্রীড়া ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলছে মুজিব শতবর্ষ। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এ বছর বাংলাদেশে আয়োজিত সবগুলো ক্রিকেট টুর্নামেন্ট আর সিরিজ হবে বঙ্গবন্ধুর নামে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজও ছিল বঙ্গবন্ধুর নামে। তার ওপর শুরু হয়েছে শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের আগস্ট মাসে পরিবারের একাধিক সদস্যসহ শহীদ হন বঙ্গবন্ধু।

এই শোকাবহ আগস্টে দারুণ এক অর্জনের মধ্য দিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যের সিরিজ জয়। প্রথমবারের মতো অজিদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের রীতিমতো ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচের পর আজ (সোমবার) বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পুরো দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারকে সিরিজ জয় উৎসর্গ করলেন।

রিয়াদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে এই সিরিজ জয় আমরা বঙ্গবন্ধুকে ও বঙ্গবন্ধুর পরিবারকে উৎসর্গ করছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে রিয়াদ বলেন, ‘কী ভাবছি তা প্রকাশ করা কঠিন। তবে আমি দলের প্রত্যেকের জন্য খুবই খুশি। টিম ম্যানেজমেন্ট অনেক সাহায্য করেছে। ছেলেরা জয়ের ক্ষুধা দেখিয়েছে। তাদের চরিত্র ফুটে উঠেছে। আমরা আমাদের পরিকল্পনাগুলো ভালোভাবে প্রয়োগ করতে পেরেছি। এখানে ব্যাটসম্যানদের রান করা কঠিন ছিল। কিন্তু আমরা ভালো কিছু করতে পেরেছি।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘আমরা সবসময় মনে করি নিজেদের কন্ডিশনে আমরা ভালো দল। আমরা কাউকেই ছাড় দেবো না। যেই খেলতে আসুক না কেন, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং দল। ঘরের মাঠে আমরা প্রতিটা সিরিজ জিততে চাই। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাদের সেই জেতার ক্ষুধা থাকতে হবে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!