টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনারকে হারাতে হয় বাংলাদেশকে। কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে সাকিব ও মাহমুদুল্লাহ এগিয়ে নিয়ে যায়। মাহমুদুল্লাহ থাকলেও পরপর উইকেটের পতন ঘটে। হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। কঠিন সময়ে অর্ধশতক করেন তিনি। অর্ধশতকের পর ফিরতে হয়েছে তাকে। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৭ রান। অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।
শেষ ওভারে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার অভিষিক্ত বোলার নাথান এলিস। ফিফটির এলিসের বলে বোল্ড হয়ে ফেরেন মাহমুদউল্লাহ। পরের বলে মোস্তাফিজকে ফেরান তিনি। শেষ বলে মেহেদীকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক গড়েন এই পেসার।
মিরপুর শেরে বাংলায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অসি বোলারদের তোপের মুখে টাইগাররা। প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ৩ রানে সাজঘরে ফিরেছেন ওপেনার নাঈম। ওভার দ্য উইকেট থেকে করা জশ হ্যাজলউডের ব্যাক অফ আ লেংথ ডেলিভারিতে ডিফেন্ড করতে গিয়ে কট-বিহাইন্ড হয়েছেন মোহাম্মদ নাঈম। প্রায় স্কয়ারড-আপ হয়ে পড়েছিলেন এ ডানহাতি। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে ৩ রান।
তৃতীয় ওভারে অ্যাডাম জাম্পাকে এনেছেন ওয়েড, প্রথম বলেই সফল হলেন তিনি। ফুললেংথের বলটা সুইপ করতে গিয়ে মিস করে গেছেন সৌম্য সরকার, আম্পায়ার শরফউদ্দৌলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে দিয়েছেন এলবিডব্লু। সৌম্য অবশ্য রিভিউ করেছিলেন, তবে উইকেটে ছিল আম্পায়ারস কল। ৪৭ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। জাম্পাকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েছেন সাকিব আল হাসান। ১৭ বলে ২৬ রান করে। এরপর ফেরেন আফিফ।
আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, আফিফ এদিন শুরু করলেন সেখান থেকেই। তবে দারুণ ফিল্ডিংয়ে ফিরতে হলো তাঁকে। মিড-অফে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন আফিফ। ডাইভ দিয়ে ধরে ওঠার আগেই ছুঁড়ে মেরেছেন অ্যালেক্স ক্যারি, যে থ্রো-তে সরাসরি ভেঙেছে স্টাম্প। ১২তম ওভারের শেষ বলে ৪র্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ঠিক আগের বলেই মাহমুদউল্লাহর বিপক্ষে একটি রিভিউ নিলেও সফল হয়নি অস্ট্রেলিয়া। ক্রিস্টিয়ানের লেগ কাটার মিস করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। আম্পায়ার গাজী সোহেল দিয়েছিলেন নট-আউটের সিদ্ধান্ত। বল-ট্র্যাকিং দেখিয়েছে, ইমপ্যাক্ট ও উইকেটে ছিল আম্পায়ারস কল।
চাপ বাড়ছিল শামীমের ওপর। হ্যাজলউডের শর্ট বলে তুলে মারতে গিয়ে টাইমিং-ও করতে পারলেন না। মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি, ৮ বলে ৩ রান করে। মিডউইকেটে পেছন দিকে ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন বেন ম্যাকডারমট।
রান আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন সোহান। কাভারে ঠেলে সিঙ্গলে কল করেছিলেন মাহমুদউল্লাহ, তবে শুরুতে সে ডাকে সাড়া দেবেন কিনা- তা নিয়ে যেন নিশ্চিত ছিলেন না নুরুল। এরপর দৌড় শুরু করেছেন, তবে এর আগেই ময়েজেস হেনরিকেসের থ্রো সরাসরি ভেঙেছে স্ট্রাইক-প্রান্তের স্টাম্প।
এর আগে অ্যাডাম জাম্পাকে দারুণ এক শটে ছয় মেরেছিলেন নুরুল, তবে অসময়ে ফিরতে হল তাঁকেও। ৫ বলে ১১ রান করেছেন তিনি।
সিরিজ জয়ের প্রত্যাশায় টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টানা ৫ ম্যাচ টসে হারার পর এবার জিতেছেন মাহমুদউল্লাহ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ।
এদিকে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ দল। জয়ের খোঁজে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিশ্চিয়ান ফিরেছেন, অভিষেক হচ্ছে পেসার ন্যাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও। অবশ্য টানা খেলা বলে অস্ট্রেলিয়া পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলা অনুমিতই।
অস্ট্রেলিয়া : অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
বাংলাদেশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।