খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

অস্কার বিতরণ মঞ্চে সঞ্চালকের গালে চড় কশলেন স্মিথ

আন্তর্জা‌তিক ডেস্ক

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চে তুলকালাম ঘটিয়ে দিয়েছেন অভিনেতা উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি সঞ্চালক ক্রিস রকের মুখমণ্ডলে চড় বসিয়ে দিয়েছেন। স্ত্রী জেডা পিনকেটকে নিয়ে রসিকতা করায় স্মিথ আর দর্শকদের মাঝে বসে থাকতে পারেননি। সোজা মঞ্চে উঠে শাস্তি দিলেন ক্রিস রককে। এই ঘটনার কিছুক্ষণ পরেই আবার সেরা অভিনেতার অস্কার জিতেন স্মিথ। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, ক্রিস রক মঞ্চে উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথের শারীরিক রোগ নিয়ে একটি রসিকতা করেন। এরপরই মঞ্চে উঠে প্রতিক্রিয়া দেখান হলিউড তারকা। পিনকেট স্মিথের মাথায় চুল না থাকায় সেটিকে ব্যাঙ্গ করে সঞ্চালক বলেন, ‘জিআই জেন টু’ সিনেমায় জেডা স্মিথ কাজ করবে, তার জন্য আমার আর তর সইছে না।
কিন্তু এই রসিকতা মেনে নিতে পারেননি স্মিথ। তিনি সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে যান এবং ক্রিস রককে ঘুষি মেরে বসেন।

প্রথমে যদিও সকলে মনে করেছিল এটি হয়ত সাজানো একটি ঘটনা। কিন্তু নিজের আসনে ফিরে আসার সময়ে উইল স্মিথ চিৎকার করে বলছিলেন, তোমার মুখ থেকে আমার স্ত্রীর নাম উচ্চারণ করা বন্ধ রাখো। তখনই বোঝা যায় স্মিথ আসলেই রেগে গিয়েছিলেন। পড়ে অবশ্য তিনি এ জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, আমি অ্যাকাডেমির কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। আমি বাকি সব মনোনীতদের কাছেও ক্ষমা প্রার্থনা করতে চাই। জীবনে প্রথমবারের মত অস্কার পুরস্কার গ্রহণের সময় এসব কথা বলেন তিনি।

জেডা পিনকেট স্মিথ আগেই তার একটি অসুখের কথা জানিয়েছেন। অ্যালোপেসিয়া নামে এই রোগের কারণে তার চুল পড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়েছে। তাই সেটি নিয়ে রসিকতা মেনে নিতে পারেননি তার উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় সঞ্চালক ক্রিস রক বিহ্বল হয়ে পড়েন। পরে অবশ্য পরিস্থিতি হালকা করার জন্য তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, এটি ছিল টেলিভিশনের ইতিহাসের সবচাইতে স্মরণীয় রাত।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!