খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

অসুস্থ ছেলেকে নিয়ে কলকাতায় গেলেন পরীমণি

বিনোদন ডেস্ক

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে আলোচিত অভিনেত্রী পরীমণি জানিয়েছিলেন―রাস্তার পাশের দোকানের ফল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত ৩ জানুয়ারি পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য পিরোজপুর গিয়েছিলেন। এরপর ঢাকায় ফেরেন ১১ জানুয়ারি। আর ফেরার আগে রাস্তার পাশের এক দোকান থেকে খাবার খাওয়ার পর অসুস্থ হন সন্তান, মা পরীমণিসহ পাঁচজন।

একমাত্র ছেলে পদ্মসহ সবাই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হন তারা। এ ব্যাপারে নায়িকা জানিয়েছিলেন, সবাই সুস্থ হলেও দেড় বছর বয়সী ছেলে হাসপাতালে ভর্তি এখনো। আর এবার জানা গেল নতুন খবর। অভিনেত্রীর ছেলে এখনো সুস্থ হয়ে উঠেনি। তাই তার চিকিৎসার জন্য নেয়া হচ্ছে ভারতের কলকাতায়। বিষয়টি ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী পরীমণি ও তার ছেলে পদ্মর কয়েকটি ছবি পোস্ট করে দীর্ঘ এক পোস্ট দেন চয়নিকা। সেখানে তিনি লিখেছেন, ‘হাসপাতালে টানা সাতদিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্ম ও পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের সন্তানটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

তিনি আরও লিখেছেন, ‘ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মর পথের সঙ্গী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সঙ্গে গেলে তোমার অনেক রিলিফ লাগতো। তোমাকেও এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেবার সময়।’

চয়নিকা লিখেছেন, ‘পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতি, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিউর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর প্রাউড ফিল করবে। মা এত্ত ভালোবাসা আর আশির্বাদ তোমার আর পদ্মর জন্য।’

প্রসঙ্গত, আগামী ১৯ জানুয়ারি প্রেক্ষগৃহে মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘কাগজের বউ’ সিনেমা। এর পরিচালক চয়নিকা চৌধুরী। কয়েকদিন আগেই সিনেমাটির প্রচার উপলক্ষে সংবাদ সম্মেলন হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে থাকতে পারেননি অভিনীতে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!