ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ফেক ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে লিফট্ থেকে বেরিয়ে আসছেন তিনি। তার পরনে কালো রঙের পোশাক, যদিও সেটি বেশ কুরুচিকর। পোশাকটি এমনিই যে অভিনেত্রী বক্ষবিভাজিক স্পষ্ট। এক কথায় ভিডিওটি কুরুচিপূর্ণ ও আপত্তিকর।
মূলত আরেক নারীর ভিডিও কারসাজি করে রাশমিকারর মুখ বসানো হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই অপরাধী শাস্তি চেয়ে তার পাশে দাঁড়ান স্বয়ং অমিতাভ বচ্চন। তবে ওই ভিডিওটি নিয়ে চুপ ছিলেন অভিনেত্রী।
অবশেষে আপত্তিকর সেই ভিডিও নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতি দিয়ে রাশমিকা লিখেছেন, ‘‘আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যারাই সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আজ একজন নারী ও অভিনেত্রী হিসাবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে এই সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন, যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম! আমার তো মাথা কাজ করত না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার। আমাদের সবার উচিত সমষ্টিগতভাবে এগিয়ে এসে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’’
রাশমিকার ভিডিওটি কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিকৃত করা হয়েছে। কাজটি এআইয়ের সাহায্য নিয়ে করা। জারা প্যাটেল নামে এক নারীর জায়গাতে রাশমিকার মুখ বসানো হয়েছে।
খুলনা গেজেট/ এএজে