খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  মারা গেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, প্রধান উপদেষ্টার শোক
  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০

‘অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই’

গেজেট ডেস্ক  

স্বৈরাচারী ও ফ্যাসীবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও তারা এখনো নানাভাবে সক্রিয় ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত চালাচ্ছে। তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে। কিন্তু স্বাধীনচেতা ও আত্মসচেতন জনগণ তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ।

রোববার (২০ এপ্রিল) বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট বাজারে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী ও ফ্যাসীবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও তারা এখনো নানাভাবে সক্রিয় ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত চালাচ্ছে। তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে। কিন্তু স্বাধীনচেতা ও আত্মসচেতন জনগণ তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী। অন্যান্যদের মধ্যে আইবিডাব্লিউএফ খুলনা মহানগরী সেক্রেটারি আজিজুর রহমান স্বপন, দৌলতপুর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, ২নং ওয়ার্ড সভাপতি শেখ আলাউদ্দিন, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, নিজাম উদ্দিন খান, নূরে আলম, শাসছুদ্দিন, আবু সুফিয়ান, সোহরাব হোসেন, আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় দলীয় পরিচিতি, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের ছবিসহ প্রার্থী পরিচিতি লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। আমরা গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জামায়াত কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মূলত, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষ আজ অধিকার বঞ্চিত। দেশে সুশাসন নেই। আর মানবরচিত জীবন বিধান দিয়ে মানুষের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। তাই মানবজীবনের সকল সমস্যার সমাধান ও দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। আর মানুষকে সে একদফায় ঐক্য করার জন্য জামায়াত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এ প্রচেষ্টা সফল হলে রাষ্ট্রই সকল মানুষের সার্বিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!