খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

‘অমানুষ’, প্রচারে কেন নেই মিথিলা?

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো ‘অমানুষ’ সিনেমায় তাকে বড় পর্দায় দেখা যাবে। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আগামীকাল ১৭ জুন সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। কিন্তু ক্যারিয়ারের প্রথম সিনেমা হলেও মিথিলাকে এই সিনেমার প্রচারে দেখা যাচ্ছে না। কিন্ত কেন? এমন প্রশ্ন সিনেমাপ্রেমীদের মনে।

এ প্রশ্নের উত্তর দিয়েছেন নিরব। তিনি রাইজিংবিডিকে জানান মিথিলা এখন তানজানিয়া আছেন। সেখানে শুটিং করছেন। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও মিথিলা প্রচারে অংশ নিতে পারছেন না।

‘অমানুষ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নিরব বলেন, ‘সিনেমায় আমি ডাকাত চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই সিনেমায় আমাকে দর্শক নতুন লুকে দেখবে। যা অন্য কোনো সিনেমাতে দর্শক আগে দেখেনি।’

কাজী নওশাবা বলেন, ‘অনেকদিন পর আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ কারণে আমি খুব নার্ভাস, একটু ভয়ে আছি। কারণ আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি আমার চরিত্রের সঙ্গে। সে রকমই একটি এক্সপেরিমেন্ট ছিল ঢাকা অ্যাটাক। সেই সিনেমার সিনথিয়া থেকে এবার ডাকাত হয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান। আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল অমানুষের ডাকাত চরিত্রটি। ছোটবেলা থেকে শুনে এসেছি মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু এই সিনেমা করার সময় বারবার মনে করতে হয়েছে অমানুষের মতো অমানুষ হতে হবে। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুব কষ্টকর। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। আশা করছি দর্শক ভালো একটা সিনেমা দেখবেন।’

গত বছরের এপ্রিলে বান্দরবানে ‘অমানুষ’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা। ‘অমানুষ’ সিনেমায় নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

 

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!