যশোরের অভয়নগরে কুসুম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ঘরের মেঝেয় শরীরের রক্ত দিয়ে ইংরেজি বর্ণে দু’টি অক্ষর লিখে গেছেন, স্থানীয়রা যা তার স্বামী ও কথিত পরকীয়া প্রেমিকার নামের আদ্যাক্ষর বলে ধারণা করছেন। বৃহস্পতিবার রাতে নওয়াপাড়া পৌরসভার প্রফেসরপাড়ার মতিয়ার রহমানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা বলছেন, ঢাকার আব্দুল মালেকের ছেলে ইমতিয়াজ আবাবিল মোহাম্মদ ইয়াসিনের (৩৯) প্রায় ছয় বছর আগে স্বামী পরিত্যক্তা অভয়নগর উপজেলার বিভাগদি গ্রামের কুলসুম আক্তার কুসুমের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে কুসুম ও মেয়েকে নিয়ে প্রফেসরপাড়ার মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন ইয়াসিন। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর কুসুম তার স্বামীর কথিত পরকীয়া প্রেমিকা ফাতেমা আক্তার রুমার ব্যাপারে জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই জেরে স্বামীর ওপর অভিমান করে বৃহস্পতিবার রাতে ভাড়া বাড়িতে ফ্যানের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কুসুম।
কুসুমের মেয়ে ফোনে তার বাবার কল পেয়ে মায়ের ঘরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় মেয়ে জান্নাতুল ফেরদৌস মিম চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ঘরের মধ্যে কুসুমকে ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট / এ হোসেন