খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

অভয়নগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলার শুরুতে প্রথম অংশ নেয় ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। এর মধ্যে ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১ -০ গোলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধের খেলায় অংশগ্রহণ করেন জি এস আঃ ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। এর মধ্যে জি এস আঃ ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ৩- ১ গোলে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অনভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল জহুর মুকুল, ব্যবসায়ী নাজমুল হক খোকন, অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল প্রমুখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!