যশোরের অভয়নগরে চোরের উপদ্রুব বেড়েই চলেছে। মসজিদের মাইকসহ ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জুন) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার এলাকার মোড়লপাড়া জামে মসজিদের মাইকচুরি হয়। এর আগে রবিবার (২৫ জুন) ওই মসজিদের সোলারের ব্যাটারি চুরির ঘটনা ঘটে।
অত্র মসজিদ কমিটির সভাপতি আবু সাইদ মোড়ল জানান, এই মসজিদটির মুসল্লিরা বেশিরভাগ দরিদ্র। মসজিদের ইমামের নামমাত্র সম্মানি দেয়া হয় যা উল্লেখ করার মতো নয়। নেই কোন বেতনভুক্ত মুয়াজ্জিন বা খাদেম। এমতাবস্থায় নতুন একটি মাইক ও সোলারর ব্যাটারি ক্রয় করার মতো সামর্থ্য আমাদের নেই।
একই গ্রামের শাহজাহান মোল্যা বলেন, আমার ছেলে আবুল বাশারের বাজাজ ডিসকভার ১১০ সিসি একটি মোটরসাইকেল কয়েকদিন আগেই চুরি হয়ে গেছে। গত শনিবার (২৪ জুন) রাতে চুরি হয় উপজেলার সিংগাড়ী বাজারের ইসলামি ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী নাজিল মোল্যার মায়ের স্বর্ণের কানের দুল। চোরেরা ওই নারীর কান ছিঁড়ে কানের দুল নিয়ে পালিয়ে যায়।
সিংগাড়ী প্রি-ক্যাড়েট স্কুলের প্রধান শিক্ষক মোল্যা হেদায়েত বলেন, এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। এ বিষয়ে সমাজিক সতর্কতা ও স্থানীয় প্রশাসনের রাত্রিকালীন টহল বৃদ্ধি করা ও অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান ভুক্তভোগি ও স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আমি কারো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম