আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে সংরক্ষিত মহিলা আসনের ৯৫ জন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত আসনে ৯৫ ও সাধারণ সদস্য পদে ২৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়ে প্রেমবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মধ্যে সৈয়দ আব্দুল হাকিম, আনোয়ার হোসেন ও বাবুল আক্তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ২৮ জন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
সুন্দলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত ৩টি আসনে ১১ জন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ২৮ জন প্রার্থীর মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের পরিতোষ কুমার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চলিশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মধ্যে মোহাম্মদ আলী বেগ, চঞ্চল মাহামুদ, নূর জালাল ও আসলাম হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত ৩টি আসনে ১২ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৯ প্রার্থীর মধ্যে ৩ নম্বর ওয়ার্ডে বশির আহমেদ ও ৪ নম্বর ওয়ার্ডে সজল মাহমুদ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
পায়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে ইমাদ উদ্দিন, মশিউর রহমান ও শিবতোষ কুমার মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত ৩টি আসনে ৯ জন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৪ জনের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডে আক্কাস আলী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
শ্রীধরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে মাহমুদ কবীর, মঞ্জুর আহমেদ মোল্লা ও মোশারফ তরফদার মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত ৩টি আসনে ১০ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থীর মধ্যে ২ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান বিশ্বাস ও ৩ নম্বর ওয়ার্ডে ইউনুস শেখ, ৪ নম্বর ওয়ার্ডে বরকত উল্লাহ, ৬ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডে শেখ মো. আলী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বাঘুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে সোলাইমান বিশ্বাস ও আকরামুজ্জামান মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত ৩টি আসনে ১২ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৩ জনের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে আলমগীর বিশ্বাস ও হানিফ বিশ্বাস এবং ৬ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান শেখ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
শুভরাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মধ্যে আবুল আলাম আজাদ ও হাবিব হোসেন ফারাজী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত ৩টি আসনে ১২ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৭ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
সিদ্ধিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে আবু জাফর ও খন্দকার আবুল কাশেম মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত ৩টি আসনে ১৭ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪১ জনের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে এস এম নাহিদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন।