যশোরের অভয়নগরের বাঘুটিয়ায় সেই ছুরিকাহত বনমালীর পোল্ট্রি খামারটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে বনমালীর পোল্ট্রি খামারটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। স্থানীয়রা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসতে আসতে খামারটির অধিকাংশই পুড়ে যায়।
এলাকাবাসিরা জানান, আগুন নিভিয়ে পুলিশকে খবর দিলে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে বিষয়টি পর্যবেক্ষণ করে।এ অবস্থায় বনমালীর মা ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানান বনমালির মা।
উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনায় বাঘুটিয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সুমন ওই একই গ্রামের মৃত পঞ্চানন শীলের ছেলে বনমালীকে ছুরিকাঘাত করলে স্থানীয় চেয়ারম্যান জনগণের সহযোগিতায় সুমনকে ধরে পুলিশে সোপর্দ করে।
ভাটপাড়া তদন্ত কেন্দ্রের এস আই মোকলেছুর রহমান জানান, ভোরে বনমালীর পোল্ট্রি খামারে কে বা কারা আগুন লাগিয়েছে। খামারের কিছু অংশ পুড়ে গেছে। ছুরিকাঘাতের ঘটনায় বনমালীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের জন্য সুমনের পরিবারের কেউ বা সহযোগীরা এমন ঘটনা ঘটাতে পারে।