খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের মেয়াদ গত ১২ আগস্ট শেষ হলেও এখনো নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে অনেকটা অভিভাবকহীন অবস্থায় দেশের অন্যতম এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি।
কুয়েট সূত্র জানা গেছে, গত ১২ আগস্ট প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের মেয়াদ শেষ হওয়ায় নতুন কাউকে নিয়োগ বা ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কেউ কিছু জানেন না বলে খুলনা গেজেটকে বলেছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হলেও আর্থিক বিষয়গুলোতে জটিলতা তৈরি হয়েছে। এসংক্রান্ত ফাইলগুলো মূলত: আটকে রয়েছে। প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে না।
পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন কমিটির সভাপতি উপাচার্য। এক্ষেত্রে নতুন উপাচার্য নিয়োগ না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন কমিটির নিয়মিত সভাগুলি স্থগিত রয়েছে। চলতি মাসের ভেতর উপাচার্য নিয়োগ না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন প্রদানেও জটিলতা দেখা দিতে পারে।
২০১৮ সালের ১৩ আগস্ট এ বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনকে ৪ বছরের জন্য কুয়েটের ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এ নিয়োগ প্রদান করেন। চলতি মাসের ১২ আগস্ট তাঁর মেয়াদ শেষ হয়।
খুলনা গেজেট/এইচআরডি