খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

অভয়নগরে সন্ত্রাসী ও চাঁদাবাজির প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে সান্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাইস্কুল গেট থেকে শুরু করে নওয়াপাড়া স্টেশন বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলদারী ও রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় যশোর খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রনেতা আশিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, যশোর জেলা ছাত্রনেতা রাকিব হাসান। তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ছাত্র সমাজ সব সময় রাজপথে থাকবে।

এছাড়া আরও বক্তব্য রাখেন, ছাত্রনেতা মোল্লা মোহাম্মদ ইরফান, ফয়সাল আহমেদ, আজাদ বিশ্বাস, ইয়াছিন আরাফাত, হাসিবুল শেখ, জুবায়ের হোসেন, সাকিব হোসেন, আইয়ুব হোসেন, আঃ আহাদ, সাদিকুল ইসলাম, নাজমুস সাকিব, আমানুল্লাহ সাদিকসহ অন্যন্যরা।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!