খুলনার দাকোপ উপজেলার খলিশা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) খলিশার ভাঙনপ্রবণ এলাকায় নদীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। দাকোপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে, গত ২৩ নভেম্বর উপজেলার ঝালবুনিয়া এলাকার ঢাকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে পাইকগাছা উপজেলার বারুলী গ্রামের নেছার শেখের ছেলে হাফিজুর ইসলাম(৪২) নামের একজন বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। তারা তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
খুলনা গেজেট /এমএম