খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

অবশেষে মুখ খুললেন রাজ

বিনোদন ডেস্ক

বিদায়ী বছরের শেষ দিন নতুন করে আলোচনায় পরীমনি ও শরীফুল রাজ দম্পতি। পরীমনির স্ট্যাটাস ঘিরে তোলপাড় বিনোদন অঙ্গন। প্রথমে পরীমনি জানালেন, তিনি আর সংসার করছেন না। পরে আবার আজ রোববার রক্তমাখা দুটি ছবি দেখিয়ে পরীমনি বললেন, সংবাদ সম্মেলন করবেন। আবার শুরু হয় আলোচনা। দুই দিনের এই হইচই, এত কিছুতে পাওয়া যাচ্ছিল না রাজকে। বিশেষ করে গতকাল থেকে তাঁকে ফোনে বা অন্য কোনো উপায়ে যোগাযোগ করে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আজ দুপুরে পাওয়া গেল রাজকে। কথা বললেন তিনি।

গত বছরের শুরুতে হুট করে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেছেন বলে জানান পরীমনি। আগস্ট মাসের শুরুতে মা-বাবা হয়েছেন, সে খবরও জানান তাঁরা। ফেসবুকে দুজনের সুন্দর মুহূর্তের নানা স্থিরচিত্র পোস্ট থেকে তাঁদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বুঝে নেন, পরী-রাজ তাঁদের রাজ্যে ভালোই আছেন। কিন্তু বছরের শেষ দিনের শুরুতে পরীমনির দেওয়া একটি ফেসবুক পোস্ট সবাইকে হতবাক করে দেয়। সেখানেই তিনি চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের সঙ্গে সম্পর্ক ছিন্নের পরিষ্কার ইঙ্গিত দেন।

ফেসবুকে পরীমনি লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’ পরীমনির এমন পোস্ট সবাইকে অবাক করে। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন পরীমনি। তখন তিনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।’

পরীমনির কথায় স্পষ্ট, তাঁদের বিচ্ছেদ হয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা সময়ের ব্যাপারমাত্র। যেকোনো মুহূর্তে কাগজে-কলমে তাঁরা আলাদা হয়ে যাবেন। কিন্তু হঠাৎ রাতে সংবাদমাধ্যমে দেওয়া একটি মন্তব্যে পরীমনি জানান, মান-অভিমান ভুলে তাঁরা আবার এক হয়েছেন। বর্তমানে রাজের সঙ্গেই আছেন তিনি। পরী বলেন, ‘আমরা একসঙ্গেই রয়েছি। বসুন্ধরায় আমাদের বাসায় আছি।’ তবে কি মান-অভিমান ভুলে আবার এক হলেন? জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’

এমন খবর ছড়ানোর কয়েক ঘণ্টা পর পরীমনি ফেসবুকে রক্তমাখা দুটি স্থিরচিত্র পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, বিছানা, বালিশে ছোপ ছোপ রক্তের দাগ। লিখলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন, লোডিং….’। সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে যায়। সবার প্রশ্ন, কী হয়েছে পরীমনির? কেন সংবাদ সম্মেলন করতে চাচ্ছেন তিনি। ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।আজ দুপুরে রাজের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলা সম্ভব হয়। বেলা দুইটায় প্রথম আলোকে শরীফুল রাজ বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

অভিনয়জীবনের শুরু থেকেই পরীমনি চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরের নানা কর্মকাণ্ডে বরাবরই আলোচিত ও সমালোচিত। প্রেমের সম্পর্কের ব্যাপারেও বেশ খোলামেলা ছিলেন এই তারকা।

একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে জড়ানো পরীমনি যখন নতুন করে শরীফুল রাজকে বিয়ের ঘোষণা দেন, তখন একটা অংশ খুব খুশি হলেও আরেকটা অংশ তাঁদের সম্পর্ক টিকে থাকার ব্যাপারে সংশয়ে ছিলেন। তাঁদেরও ঘনিষ্ঠ কয়েকজনের সূত্রে জানা গেছে, বিয়ের ঘোষণা প্রকাশ্যে আনার কয়েক মাস পরই দুজনের সংসারজীবন ভালো যে কাটছিল না, এটা শুধু এত দিন তাঁদের কাছের মানুষেরা জানতেন। তাঁরা নানাভাবে দুজনকে বুঝিয়েছেনও। নিজেরাও নিজেদের মতো করে চেষ্টা করেছেন সম্পর্কটাকে এগিয়ে নিতে। কিন্তু কিছুতেই যেন তা রক্ষা করা সম্ভব হয়নি। দুজনের সম্পর্কের অবনতির কারণে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা পর্যন্তও ঘটে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!