প্রথম ইনিংস- আয়ারল্যান্ড: ২১৪/১০ (৭৭.২ ওভার) বাংলাদেশ: ৩৬৯/১০ (৮০.৩ ওভার) লিড: ১৫৫ রান
দ্বিতীয় ইনিংস-আয়ারল্যান্ড: ১২৩/৬ (৫৬.১ ওভার)
তাইজুলের শিকার হয়ে সাজঘরে টেক্টর।
১৪৫ বল ২২৫ মিনিটে টেক্টরের হাফ সেঞ্চুরি
চার মেরে ১৪৫ বলে ফিফটির দেখা পেলেন হ্যারি টেক্টর। ২২৫ মিনিট ধরে তিনি ব্যাটিং করছেন টেক্টর। গতকাল থেকে ব্যাটিংয়ে নেমে এই ব্যাটসম্যান দিচ্ছেন ধর্য্যের পরীক্ষা। ৬টি চার ও ১টি ছয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে টেক্টর। ফিফটির পাশাপাশি টকারের সঙ্গে জুটিরও ফিফটি হয়। দুজনে ১১৩ বলে এই ফিফটির জুটি গড়েন। দলীয় ১০০ হয় ৫১ ওভারে। রানরেট ওভার প্রতি দুইয়ের নিচে।
মধ্যাহ্ন বিরতির আগে টেক্টর-টকারের প্রতিরোধ
প্রথম ঘন্টার শেষে শরিফুল ফেরান আগের দিনের অপরাজিত মুরকে। এরপর প্রতিরোধ গড়েন টেক্টর-টকার। দুজনে কাটিয়ে দেন প্রথম সেশন। কোনো বিপদ ছাড়াই মধ্যাহ্ন বিরতিতে যায় তারা। এই সেশনে ৩০ ওভারে মাত্র ৬৬ রান নেয় আইরিশরা, হারায় ১ উইকেট। টেক্টর-টকারের জুটি থেকে ৮৯ বলে ৪২ রান আসে। টেক্টর ১৩২ বলে ৪৩ ও টকার ৪৩ বলে ২৪ রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে সফল বোলার শরিফুল। সাকিব-তাইজুলরা হাত ঘোরালেও উইকেটের দেখা পাননি।
খুলনা গেজেট/এনএম