খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

অনেক দামে কেনা

মোঃ মামুন হোসেন

তুমি আমার কোন বাগানের ফুল
যে অনেক দামে ছিলো কেনা।
আমার অনেক দামে কেনা-
যাহার সাথে ছিলো পরিচয়
ছিলো যে অনেক চেনা।

আমি তো কোনো ভুল করি নি
তোমায় ভালবেসে –
তাই তো তোমায় ঠাই দিয়েছি
আমার হৃদয় দেশে।

যেখানেতে তোমায় করেছি
মনের মাঝে আপন,
তুমি আমার সপ্নলোকে
হৃদয় এঁকেছি সংগোপন।।

করেছি খরিদ ভালোবাসার বিনিময়ে
সপ্ন সাজানো ফুল,
তোমার জন্য আমার এ প্রান
হয়ে পড়েছে ব্যাকুল।

তোমার সাথে ছিল বুঝি
আমার কত পরিচয় –
কোনদিন হারাবে না কভু
এ বন্ধুত্ব নিশ্চয়ই।।

যখন থেকে আমার সনে
বাধলে এ বন্ধু চেনা,
তুমি আমার রত্ন ফুল
অনেক দামে কেনা।।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!