খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

অনুশীলনে যোগ দিয়ে রোমাঞ্চিত বিজয়

ক্রীড়া প্রতিবেদক

বাকি ক্রিকেটারদের মতো মাঠে ফিরেছেন ওপেনার এনামুল হকও। এতদিন ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করলেও মাঠে আসা হয়নি। কিন্তু বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ পেয়ে সোমবারই যোগ দিয়েছেন মাঠে। রানিং করার পাশাপাশি জিমও করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
অবশ্য চার মাস পর মাঠে নামায় পুরোদমে ছন্দ ছিল না তার। অনুশীলনটা শুরুর দিকে কঠিনই মনে হচ্ছে এনামুলের কাছে, ‘অনুশীলন করেছি, বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে। কারণ আমরা ইনডোরে করি বা বাইরে যেখানেই করি, মাঠ বা মিরপুরের অনুশীলন আসলেই বিশেষ কিছু। সে হিসেবে কষ্ট হয়েছে। আশা করি, এভাবেই চালিয়ে যাবো। ঈদের আগে যতটুকু করতে পারি। তবে ঈদের পরেও সেটা চলবে।’
করোনাকালে যেখানে অনুশীলনই সম্ভব ছিল না। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্যোগ নেওয়ায় সুফলটা ভোগ করছেন এনামুলসহ বাকি ক্রিকেটাররা। তাই বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনামুল, ‘আজ মিরপুরে অনুশীলন করতে পেরে খুব ভালো লাগছে। প্রায় চার মাস পরে মিরপুরে অনুশীলনের সুযোগ পেলাম। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ, এমন সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি এটা অব্যাহত থাকবে।’
গত ১৯ জুলাই থেকে বিসিবির ব্যবস্থাপনায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ দেশের কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে অনুশীলন। রবিবার অনুশীলনের শেষ দিন হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের অনুরোধে আরও দুইদিন অনুশীলনের সূচি করে দিয়েছে বিসিবি। নতুন সূচিতে বেড়েছে ক্রিকেটারের সংখ্যাও, সেখানেই যুক্ত হয়েছেন এনামুল। ফলে ঢাকার মোট ক্রিকেটারের সংখ্যা এখন সাত। সোমবার মিরপুরে ইমরুল কায়েসের সঙ্গে এনামুল হক বিজয় অনুশীলন করেছেন।
ঈদের আগে মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলন করার কথা মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের। এই তিন ক্রিকেটারকে দিয়েই শেষ হবে ব্যক্তিগত অনুশীলনের প্রথম পর্ব। মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদকে এই দুই দিন অনুশীলনে দেখা যাবে না। শফিউল ইসলাম শনিবার নিজ জেলা বগুড়ায় ফিরে গেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!