দুই দিন আগে করোনা নেগেটিভ হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্রাম পর্ব শেষে বুধবার অনুশীলনে ফিরেছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে ঝালাই করে নিয়েছেন নিজেকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে কোভিড-১৯ টেস্ট করালে সেখানে রিয়াদের ফলাফল পজিটিভ আসে। এর ফলে পিএসএলে খেলতে যেতে পারেননি তিনি। নিজ বাসায় আইসোলেশনে থাকার পর নবম দিনে ফের করোনা পরীক্ষা করান তিনি। এবার ফলাফল নেগেটিভ আসে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে রিয়াদ জানিয়েছিলেন, দ্রুতই মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন। সেই কথা প্রমাণেই যেন সুস্থ হওয়ার দুই দিনের মাথায় অনুশীলন শুরু করেছেন জেমকন খুলনার অধিনায়ক। বুধবার সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন রিয়াদ। ইনডোরে ব্যাটিং অনুশীলন সম্পন্ন করেন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থ হিসেব সাকিব আল হাসানকে পেয়েছেন তিনি। প্লেয়ার্স ড্রাফট থেকে ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। দুজনের মাঝে রিয়াদকেই অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে খুলনা।
খুলনা গেজেট/এএমআর