খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

অনলাইনে মোশাররফের ‘হুব্বা’

বিনোদন ডেস্ক

গত শুক্রবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। সমালোচকরাও প্রশংসায় ভাসিয়েছেন তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে।

দেশের পাশাপাশি ভারতের সিনেমা হলেও এটি হাউসফুল যাচ্ছে। তবে এতকিছুর পরও একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সিনেমাটি। কারণ, পাইরেসির কবলে পড়েছে ‘হুব্বা’। বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পাইরেটেড কপি। ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলছে সিনেমাটির এইচডি লিঙ্ক নিয়ে নানা পোস্ট।

বিষয়টি নিয়ে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ ও ভারতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশকিছু সাইট থেকে এটি নামানো হয়েছে। আশা করি, দ্রুতই সব জায়গা থেকে পাইরেটেড কপি নামানো হবে। আমাদের টিম কাজ করছে।’

দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। কলকাতায় এটি মোশাররফ করিমের দ্বিতীয় ছবি; যেখানে গ্যাংস্টার চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!