খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

অনলাইনে মোবাইল বিক্রির নামে প্রতারণা, নড়াইলে প্রতারক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে প্রতারণার সাথে জড়িত রনু শেখ (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রনু শেখ (২৩) নড়াইল জেলার কালিয়া থানার ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৮ অক্টোবর) ভোরবেলা নড়াইল জেলার কালিয়া থানাধীন ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রাম থেকে আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Daraz মোবাইল অ্যাপস ব্যবহার করে Samsung ‌‌S21 pro মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দেয় প্রতারক চক্র। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মোসা: আসমা খাতুন নামের এক ভুক্তভোগী এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করলেও মোবাইল ফোন তিনি হাতে পায় না। বরং প্রতারক আজ পাঠাবো কাল পাঠাবো বলে কালক্ষেপণ করতে থাকে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দাবি করে। অবশেষে উক্ত প্রতারক চক্রের ছলচাতুরি বুঝতে পেরে ভুক্তভোগী মহেশপুর থানায় একটি প্রতারণার মামলা  (মহেশপুর থানার মামলা নং-১৪, তারিখ-১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা- ৪০৬/৪১৭/৪২০) করেন।

তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই (নি:) মোঃ রফিকুল ইসলাম তথ্য প্রযুক্তি এবং বিকাশের স্টেটমেন্ট বিশ্লেষণ করে আসামির অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় । যার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা নড়াইল জেলায় আসামি গ্রেফতারের জন্য একটি অভিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অভিযাচনপত্রের প্রেক্ষিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আলী হোসেন ও এসআই(নি:) মোঃ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!