খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

অনন্ত জলিলের ডায়ালগ শুনতে শুনতে বিরক্ত অঞ্জনা

বিনোদন ডেস্ক

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ব্যবসায়ী-নায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। তিনি বারবার বলেছেন, এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি। যদিও তার এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সিনেমাকে আন্তর্জাতিক মানের বলেও দাবি করেছেন তিনি।

তবে অনন্ত জলিলের এসব কথায় বিরক্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। তার মতে, দেশের তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছেন।

অনন্ত জলিলকে উদ্দেশ্য করে অঞ্জনা তার ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা; আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন। আপনি আবার বলেছেন, এদেশে এর আগে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না?’

নিজের আন্তর্জাতিক অঙ্গনে কাজের তথ্য দিয়ে অঞ্জনা লিখেছেন, ‘মিস্টার অনন্ত জলিল, আপনি হয়তো জানেন না আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, হংকংসহ পাকিস্তানের আরো নিজস্ব ৩টি ভাষা উর্দু, পাঞ্জাবি, পশতু ভাষার ব্যবসা সফল বহু চলচ্চিত্রে সুনামের সাথে আমি অভিনয় করেছি। বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু সর্বাধিক কাজ একমাত্র আমি করেছি। তাই কিছু বলার আগে একটু ভেবে নেবেন, আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।

তবে ‘দিন-দ্য ডে’ সিনেমার জন্য অনন্ত জলিলকে সাধুবাদও জানিয়েছেন অঞ্জনা। তিনি লিখেছেন, ‘আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে, চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আশা করি। শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এ দেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মত প্রকাশ করবেন।’

উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!