খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন
  ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

অধিনায়কসহ ভারতের পাঁচ ক্রিকেটার করোনা পজেটিভ

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারত অংশ নিয়েছে ইয়াশ ডুলের নেতৃত্বে। তবে তিনিসহ ভারত অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

অধিনায়ক ইয়াশ ডুল, তার সহকারি শেখ রাশেদ ও ব্যাটার আরাধায়া ইয়াদব, ভাসু ভাটস, মানব পারাখা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তারা। তারা কেউই খেলতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে। শেষ অবধি একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে ভারতকে।

বিসিসিআই জানিয়েছে, ‘গতকাল তিনজন ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তারা ইতোমধ্যেই আইসোলেশনে চলে গেছে। ম্যাচের ঠিক আগেই আমাদের অধিনায়ক ও সহ অধিনায়কও করোনা আক্রান্ত হন। যদিও টেস্টটি চূড়ান্ত নয়।’

পরে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘বিসিসিআই পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কোচিং স্টাফ ও ম্যানেজম্যান্টের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। খেলোয়াড়রা আইসোলেশনেই থাকবে কিন্তু তারা মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছে।’

গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়া খেলতে নেমে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সামনে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে ১৩৩ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। ১৭৪ রানের বড় জয় পায় ভারত।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!