রামপালের উজলকুড় ইউনিয়নের মীরাখালী এলাকায় অতিবর্ষণে ঘর, গাছপালা, পশু-পাখির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ভেসে গেছে শত শত মৎস্য ঘের। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ অবস্থায় বুধবার (২৮ জুলাই) রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার প্রায় সকল এলাকায় খোঁজ নিচ্ছি নিয়ে জানা গেছে, মৌসুমি নিম্নচাপের প্রভাবে গত মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টির কারণে উপকূলীয় এই উপজেলার ৮৭৬ টি মাছের ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপজেলার মীরাখালী গ্রামে বুধবার বিকাল সাড়ে ৪ টায় টর্নেডোর আঘাতে ব্যাপাক ক্ষতি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মিরাখালি গ্রামে টানা বর্ষনের সময় প্রচন্ড ঝড়ে প্রায় ৪০ টির অধিক বড় আকারের গাছ উপড়ে গেছে। টিনের চালা উড়ে যাওয়াসহ বিধ্বস্ত হয়েছে প্রায় ২০ টির অধিক ঘরবাড়ি। বেশ কিছু গবাদি পশু ও হাস-মুরগি গাছ চাপা পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে দূর্গতদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দূর্গত এলাকা পরিদর্শনকালে উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান তার সাথে ছিলেন।
খুলনা গেজেট/এমএম