খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

অডিও ফাঁস, ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

গেজেট ডেস্ক 

অডিও ফাঁসের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আইয়ুব আলীকে উপাচার্যের পিএস পদ থেকে সরিয়ে দেয়া হয়ছে।

আইয়ুব আলী নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এখনও চিঠি হাতে পাইনি। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমাকে খবরটি জানিয়েছেন।’

তবে পিএস পদ থেকে অব্যাহতি পেলেও আইয়ুব উপাচার্য কার্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান জানান, ২২ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশে ‌আইয়ুব আলীকে পিএস পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘উপাচার্য স্যার এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করেননি।’

আইয়ুব আলী বলেন, ‘অডিও ফাঁসের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। উপাচার্য মহোদয়ের অপসারণ দাবিতে আন্দোলনরত অস্থায়ী চাকুরিজীবী পরিষদের নেতারা আমাকে সরিয়ে দিতে বলেছেন। তাদের ধারণা আমি ফাইল প্রসেস না করায় তাদের চাকরি স্থায়ী হচ্ছে না।’

চাকরি স্থায়ীকরনের ফাইল প্রসেস না করার অভিযোগ এনে গত বছরের ১৭ সেপ্টেম্বর আইয়ুব আলীকে লাঞ্ছিত করেন অস্থায়ী চাকুরিজীবী পরিষদের নেতারা। তখন উপাচার্য কার্যালয় ভাংচুরের অভিযোগ এনে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তখন আইয়ুব আলীকে পিএস পদ থেকে সরানো হয়নি। এবার অডিও ফাঁসের ঘটনার পর পুনরায় ভিসিবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর তাকে অব্যাহতি দেয়া হলো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৃহস্পতিবার সকালে তার বাসভবন ত্যাগ করেছেন। অফিস সূত্রে জানা গেছে, তিনি লম্বা ছুটিতে থাকবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের কণ্ঠের মতো কথোপকথনের কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। কথোপকথনের ক্লিপগুলোতে এক চাকরিপ্রার্থীকে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের কারণ ব্যাখ্যা ও পরবর্তী নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করার আশ্বাস দেয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ওই পদে নিয়োগসহ মোট চারটি নিয়োগ বোর্ড স্থগিত করেছে। বুধবার সকালেও ফাঁসকৃত অডিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পতাকার স্ট্যান্ডের পাশে বাজিয়ে আন্দোলনকারীরা উপাচার্যের অপসারণ চেয়ে স্লোগান দেয়।

পরে দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি মিজানুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দার।

দীর্ঘ চার ঘণ্টা আলোচনার পর বেরিয়ে অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতারা বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দাবি মেনে নিয়েছে।’

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে।

এদিকে নিয়োগ সংক্রান্ত অডিও ফাঁস হওয়ার জের ধরে সোমবার থেকে তালা ঝুলছে উপাচার্যের কার্যালয়ে। তাই ক্যাম্পাসের ভেতরে বাংলোয় থেকেই প্রয়োজনীয় কাজ চালাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, আন্দোলনকারীদের সন্তুষ্ট করতেই পিএসকে অব্যাহতি দেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!