খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাম্য হত্যায় তিন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর
  ডুমুরিয়ায় ট্যাংক লরি-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪
  মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

অজ্ঞানপার্টির মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অজ্ঞান ও মলমপার্টির প্রধান সাইদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যশোর কোতয়ালী থানার পুলেরহাট বাজার থেকে তাকে একাধিক মামলার আসামি ও অজ্ঞানপার্টি প্রধান আবু সাঈদ শেখ (৪১) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইদ নড়াইল সদরের মীরা পাড়া (আটেরহাট) গ্রামের মৃত জব্বার শেখের ছেলে। তারা কয়েকজন মিলে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে লুটপাট করে আসছিল।

র‌্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সাধারণ মানুষ মলম ও অজ্ঞানপার্টির খপ্পরে না পরে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশাের কোতয়ালী থানার পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি ও মলমপার্টিসহ বিবিধ প্রতারক চক্রের মূলহোতা সাইদকে গ্রেপ্তার করে।

সে তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী মিলে সাধারণ মানুষকে টার্গেট করে কৌশলে চেতনানাশক খাবার খাইয়ে অজ্ঞান করে সবকিছু লুট/চুরি করে নিয়ে যায়। তার বিরুদ্ধে প্রতারণা মামলা, চুরি মামলা, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, মাদক মামলা, সড়ক পরিবহন আইনে মামলাসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!