সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে কষ্টের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে আগামীকাল সোমবার সন্ধ্যায় শেষ ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে খেলার সম্ভাবনা কম দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
প্রথম তিন ম্যাচে টানা জয় পাওয়ায় চতুর্থ খেলায় একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে শেষ ম্যাচে একাদশে পরির্তন আনতে পারে স্বাগতিকরা।
সবশেষ ম্যাচে জয় পাওয়ায় একাদশে পরিবর্তন নাও আনতে পারে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ
ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমোট, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স কেরি, অ্যাস্টন টার্নার, ডেন ক্রিশ্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউড।
খুলনা গেজেট/কেএম