অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা পদোন্নতি পেয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তিনি ঢাকায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) অগ্রণী ব্যাংক খুলনা সার্কেলের পক্ষ থেকে নগরীর একটি হোটেলে তাকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়। এ সময় সহকর্মীদের হৃদয়স্পর্শী ভালোবাসায় সিক্ত হন তিনি।
অনুষ্ঠানে তার কর্মময় জীবনের ইতিহাস তুলে ধরে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি এ শিক্ষার্থী ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) হিসেবে যোগদান করেন। পরে প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও কর্পোরেট শাখার প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। খুলনা সার্কেলের পাশাপাশি তিনি বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান মো. মশিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও ঝিনাইদহ অঞ্চল প্রধান মো. ইস্রাফিল হোসেন, উপ-মহাব্যবস্থাপক ও কুষ্টিয়া অঞ্চল প্রধান সাবিনা সুলতানা, উপ-মহাব্যবস্থাপক ও যশোর অঞ্চল প্রধান মো. রোকন উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক ও স্যার ইকবাল রোড কর্পোরেট শাখা প্রধান তপতী রানী।
অনুষ্ঠানে খুলনা সার্কেলের সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়।
খুলনা গেজেট/ হিমালয় /এএজে