হাসপাতালের নার্স বদলী ও পছন্দের কর্মস্থলে চাকরির সুযোগ করে দেবার মিথ্যা প্রতিশ্রুতিতে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেবার অভিযোগে প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬। এ অভিযোগের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) রাতে নগরীর ২৪নং ওয়ার্ড গল্লামারীর মোড় ইসলামী ব্যাংকের সামনে থেকে সুদেব কুমার দাসকে গ্রেফতার করে র্যাব-৬। সুদেব কুমার দাস (৩৪) বাগেরহাটের ফকিরহাট ষাটতলা এলাকার মনোতোষ দাসের পুত্র।
র্যাব-৬ সূত্র জানিয়েছেন, গত ৩০জুলাই ডুমুরিয়ার চেচড়ী এলাকার মোঃ আবু বক্কর বিশ্বাসের ছেলে মোঃ মনিরুজ্জামান (৩০) র্যাব কার্যালয়ে লিখিত অভিযোগ করেন- আবু বক্কর বিশ্বাসের স্ত্রী চায়না ঢাকার একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। তাকে ঢাকা হতে খুলনায় বদলী করে দেবার প্রতিশ্রুতিতে প্রতারক সুদেব দাস প্রতারণার মাধ্যমে আবু বক্করের নিকট থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নিয়ে বদলী করতে না পারায় টাকা ফেরত চাইলে নানাধরনের ভয়-ভীতি দেখায়। এ অভিযোগের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) রাতে নগরীর ২৪নং ওয়ার্ড গল্লামারীর মোড় ইসলামী ব্যাংকের সামনে থেকে সুদেব কুমার দাসকে গ্রেফতার করে র্যাব-৬।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদেব দাস র্যাবকে জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দাবী করে দীর্ঘদিন যাবৎ খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালের নার্সদের বদলীর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া এবং অভিযোগকারী আবু বক্করের নিকট থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করে। এঘটনায় খুলনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এআইএন